All Questions on General Mental Ability for BCS, Bank Exam - a2zinfoBD.Com

Friday, June 1, 2018

All Questions on General Mental Ability for BCS, Bank Exam

Hello Guys, Today i will share All Questions on General Mental Ability for BCS, Bank Exam. Sometimes, even when you know a lot of Math and Mental Ability, you can have difficulty finding the right words to answer simple questions. Here are the most common questions in Bengali.



All Questions on General Mental Ability for BCS, Bank Exam:

1.  নীচের সারিতে m-এর সংখ্যা হবে
       a   bbb   ccccc   ddddddd ……..
    (A) 15    (B)  17     (C)  25     (D)  27  

2.  মনে করুন  x*y = x+y,   যদি x < y হয়
                     =x - y + 1,  যদি x + 1,  যদি x > y  হয়
                     = 2x - 1,   যদি x = y  হয়
            তাহলে   5 * (6*2)+(5*6)*2 =
     (A) 24      (B) 23     (C) 20     (D)  16

3.  বিদিশা তার বাবার কাছ থেকে প্রতিমাসের 30 তারিখে  50  টাকা এবং  31 তারিখে 100 টাকা পায় । তাহলে  2008  সালে সে তার বাবার কাছ থেকে মোট টাকা পেয়েছে
   (A)  900 টাকা       (B)  950 টাকা       (C)  1250 টাকা     (D)  1300 টাকা

4.  একটি লিপইয়ারে সপ্তাহের অন্য সব কটি দিন যখন 52 বার করে আসবে , তখন নিচের কোন দুটি দিন 53 বার করে আসতে পারে ?
    (A) রবিবার ও শুক্রবার      (B) বুধবার ও বৃহস্পতিবার     (C) সোমবার ও বুধবার     (D) মঙ্গলবার ও শনিবার

5.  বিশ্ব জুড়ে যোগাযোগের জন্য নুন্যতম সংখ্যক কৃত্রিম উপগ্রহ প্রয়োজন
    (A)  একটি      (B)  দুটি       (C)  তিনটি      (D) চারটি

6.  1,  2,  6,  15,  31…………. এই সংখ্যা সারিটির পরবর্তী সংখ্যাটি 
   (A)  47      (B)  50       (C)  56    (D) 63 

7.  একটি ক্লাসের 27 জন ছাত্রছাত্রীর মধ্যে 69টি বিস্কুট এমনভাবে ভাগ করে দেওয়া হল যেন প্রত্যেক ছাত্র 2টি এবং প্রত্যেক ছাত্রী 3টি বিস্কুট পায় । ঐ ক্লাসে ছাত্রীর সংখ্যা 
     (A)  23    (B)  19      (C)  15     (D)  12

8.  নীচের উক্তিগুলি বিবেচনা করুন :
     1.  নিউটনের প্রথম গতিসুত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়
     2.  নিউটনের দ্বিতীয় গতিসুত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়
     3.  বাড়িতে বৈদুতিক সরঞ্জামগুলি শ্রেণী সমবায়ে যুক্ত থেকে
     4.  টেলিভিসনের পিকচার টিউব মূলত একটি ক্যাথোড রশ্মি নল
    (A)  কেবল 1 সঠিক    (B) কেবল 2 সঠিক    (C) কেবল 2 এবং  4 সঠিক    (D) কেবল 1 এবং  4 সঠিক

9.  একটি লুডোর ছক্কার ছটি পিঠে 1, 2, 3, 4, 5, ও  6  এই সংখ্যাগুলির এক একটি লেখা আছে । ছক্কাটির তিনটি ভিন্ন ভিন্ন অবস্থান এই রকম 
   (A) 1     (B) 3      (C) 5      (D)  6

10.  যদি গতকালের আগের দিন সোমবার হয়ে থাকে তাহলে আগামীকালের পরের তৃতীয় দিন হবে
    (A) বৃহস্পতিবার     (B)  শুক্রবার       (C)  শনিবার      (D)  রবিবার

11.  পিঙ্কু বাবু 4 ঝুড়ি আম কিনে আনলেন এগুলিতে রয়েছে যথক্রমে 15, 18, 21, ও  22 টি আম । তিনি এদের মধ্যে একটি  ঝুড়ির সমস্ত আম নিজের বাড়ির জন্য রেখে বাকি আমগুলি কাছাকাছি পাঁচ বন্ধুর মধ্যে সমান ভাগে বিলিয়ে দিলেন  । তিনি যে নিজের বাড়ির জন্য রেখেছিলেন , তাতে কটি আম ছিল ?
  (A) 15      (B)  18      (C)   21     (D) 22

12.  যদি CAT = 346 ,  COW = 398,  DOG = 490, RAT = 256  হয় তাহলে FOX -এর একটি সম্ভাব্য সংকেত লিপি হবে   
(A)  701      (B) 107     (C) 791    (D) 193

13.  একটি কলেজ ইউনিয়ন নির্বাচনে সাধারণ সম্পাদকের পদে 60% ভোট পেয়ে সুরূপা সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় অনন্যাকে  60  ভোটে পরাজিত করে । ঐ নির্বাচনে বৈধ ভোটের মোট সংখ্যা
    (A) 120     (B) 150      (C) 300     (D) 360

14.  মনে করুন (I) কেবল কঠোর পরিশ্রমী মানুষেরাই ধনী হয় , এবং  (II)  সকল সফল মানুষেরাই কঠোর পরিশ্রমী হয় ।
                    তাহলে উপরের স্বীকরণ দুটি থেকে নিচের কোন সিদ্ধান্ত টি পাওয়া যায় ?
   (A)  অতীন কঠোর পরিশ্রমী ; অতএব সে ধনী এবং সফল দুইই
   (B)  বিতান সফল ; অতএব সে ধনী
   (C)  চায়ন সফলও নয় ধনীও নয় ; অতএব সে কঠোর পরিশ্রমী নয়
   (D)  ডিউক কঠোর পরিশ্রমী নয় ; অতএব সে সফলও নয় ধনীও নয়

15.   1, 4, 13, 40, 122, 364 …………….. এই সংখ্যাটির কোন সংখ্যাটি সঠিক নয় ?
   (A) 13      (B) 40       (C) 122       (D) 364

16.  একটি গোল টেবিল ঘিরে কেন্দ্রের দিকে মুখ করে A, B, C, D, E, F, G, ও  H এই 8 জন বসে আছে । D  বসেছে F-এর বাঁদিকের দ্বিতীয় স্থানে এবং  H-এর ডানদিকের তৃতীয় স্থানে ।  A বসেছে F-এর ডানদিকের দ্বিতীয় স্থানে ; তার পাশে বসেছে  H,  C, বসেছে  B-এর ডানদিকের দ্বিতীয় স্থানে এবং  F বসেছে  B -এর ডানদিকের তৃতীয় স্থানে ।  F-এর পাশে   G বসেনি ।
   উপরের তথ্য অনুসারে A-এর ঠিক বাঁদিকে কে বসেছে ?
    (A)  H      (B) E      (C) G     (D) B

17.  4, 5, 5, 5, 6, 5, 7 ………… এই সারির পরবর্তী পদটি
      (A) 5     (B)  7    (C)  7     (D)  8

18.  যদি LALGARH-এর একটি সম্ভাব্য সংকেত লিপি হবে 
    (A)   BQGSQGU       (B)  BPGSQGU     (C)  BPGTQGU     (D)  BPFSQGU

19.  C হল  A এর একমাত্র কন্যা  B ও D হল C এর দুটি মাত্র ভাই । A-র তিন নাতি E,   G ও  M-এর মধ্যে E এবং M হল যথাক্রমে B ও D-এর একমাত্র পুত্র । A-র তিন নাতনি F,  H ও N যথাক্রমে  C ও D-এর একমাত্র কন্যা । তাহলে  B হল  G -এর
   (A)  মামা    (B)  কাকা     (C)  ভাইপো    (D)  পিসতুতো ভাই

20.  19 জন ছাত্র একটি ক্লাস পরীক্ষা দিয়েছিলে । সবথেকে বেশী 10টি নম্বরের গড় হল  69, আর সবথেকে কম 10টি নম্বরের গড় হয় 54  তাহলে মানের ক্রমানুসারে সাজানো দশম নম্বরটি হবে
    (A)  62    (B)  58     (C)  46    (D) 44

21.  একটি বাইসাইকেল চড়ে অয়ন A থেকে 2 কিমি. ঠিক পশ্চিমে  D তে যায় । তারপর সেখান থেকে 8 কিমি. ঠিক পূর্বে B তে পৌঁছায়  A  হয়ে  এবং সবশেষে  B  থেকে 8 কিমি. ঠিক উত্তরে  C তে পৌঁছায় । এখন তার  A  থেকে কিলোমিটার দুরত্ব হল
   (A)  10    (B)  12   (C)  14     (D)  18

22.  এক ব্যক্তি পূর্বদিকে মুখ করে দাঁড়িয়ে থাকার সময় পর পর দুবার তার ডানদিকে ঘুরল , এবার পর পর তিনবার ঘুরল তার বাঁদিকে এবং সবশেষে পর পর দুবার ঘুরল তার ডানদিকে । এখন সে কোনদিকে মুখ করে দাঁড়িয়ে আছে ?
    (A)  পূর্ব     (B)  পশ্চিম      (C) উত্তর     (D) দক্ষিণ

23.  প্রথম তালিকাটির সঙ্গে দ্বিতীয় তালিকাটিকে মিলিয়ে নিয়ে নিচে দেওয়া সংকেতগুলি ব্যবহার করে সঠিক উত্তরটি বেছে নিতে হবে ?

     প্রথম তালিকা (ব্যক্তি)    দ্বিতীয় তালিকা (পদ)
(a) এন.গোপালস্বামী1. মুখ্য তথ্য মহাধ্যক্ষ
(b) সুখদেও থোরাট 2. মুখ্য নির্বাচনী মহাধ্যক্ষ
(c) ওয়াজাহাৎ হবিবুল্লাহ   3. সভাপতি,জাতীয় মানবাধিকার অয়োগ 
(d) এস.রাজেন্দ্রবাবু 4. সভাপতি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি অয়োগ
    (A)  a -2,  b -1,   c -4,  d -3
    (B)  a -1,  b -3,   c -4,  d -2
    (C)  a -2,  b -4,   c -3,  d -1
    (D)  a -2,  b -4,   c -1,  d -3

24.  ভারতে বিশ্বায়নের ধারা প্রতিফলিত হচ্ছে 
    (A) ‘Neighbourhood’  দোকানের মাধ্যমে     (B)  স্থানীয় ব্যবসার মাধ্যমে    (C) শপিং মলের মাধ্যমে    (D)  Stationery দোকানের মাধ্যমে

25.  একটি সংকর ধাতুতে  2%  দস্তা,  45%  নিকেল এবং অবশিষ্ট অংশ অ্যালুমিনিয়াম আছে ।  105 গ্রাম অ্যালুমিনিয়াম বিশিষ্ট এরকম একটি সংকর ধাতুর মোট ভর ( গ্রাম-এ) কত   ?
    (A) 170      (B)  200     (C)  250    (D) 300

 26.  দুটি বস্তু  A ও  B -এর ভর যথাক্রমে m এবং 5m । একই সময় ধরে সমান বল এদের উপর প্রয়োগ করা হল । তাহলে
    (A) A ও  B -এর বেগ সমান হবে      (B)  A ও  B -এর ভরবেগ সমান হবে    (C) A -এর ভরবেগ বেশী হবে     (D) B-এর ভরবেগ বেশী হবে

27. অশোক,দিবাকর,অরুণ ও ব্রতীনের মধ্যে দিবাকর অরুণের থেকে ছোট । ব্রতীন কেবলমাত্র অশোকের থেকে বড় । তাহলে সবথেকে বড় হল
    (A) বলা যাবে না - তথ্য অসম্পূর্ণ     (B) নন্দন নিলেকানি      (C) স্যাম পিত্রোদা    (D) নন্দন বাগচী
**
28.  কোন বস্তুর ওজন সর্বাধিক হবে 
      (A) পৃথিবীর কেন্দ্রে      (B) পৃথিবীর থেকে অসীম দুরত্বে      (C) পৃথিবীর পৃষ্ঠে      (D)  পৃথিবীর কেন্দ্র থেকে অসীম দুরত্ব পর্যন্ত ওজনের একই মান হবে

29.  স্থির উষ্ণতায় যদি চাপ কমে যায় তবে কোন নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন
   (A) বেড়ে যাবে     (B)  কমে যাবে      (C) একই থাকবে      (D) গ্যাসের স্বভাবের উপর নির্ভর করে বেড়ে বা কমে যাবে

30.  একটি বড় বরফের খন্ড O০  তাপমাত্রায় বায়ুতে রাখা আছে । এতে একটি ছোট গর্ত করে অল্প জল ঢালা হলে , সেই জলটি
    (A) জমে OoC তাপ মাত্রায় জল থেকে যাবে     (B)  পুরনো উষ্ণতায় জলই থেকে যাবে      (C) OoC তাপ মাত্রায় জল থেকে যাবে      (D) জমে বরফ হয়ে যাবে যদি বরফ খন্ডটি বড় হয় এবং জল থেকে যাবে যদি ছোট হয়

31.  দেওয়াল সংলগ্ন একটি ঘড়িতে সময় দেখাচ্ছে  4 : 25  উল্টো দিকের দেওয়ালে রাখা একটি সমতল দর্পনে প্রতিফলিত হয়ে এই রকম মনে হবে
    (A) 8 : 35     (B) 7 : 25     (C) 7 : 35     (D) 8 : 25 

32.  নিচের সংখ্যা সারিতে কতকগুলি 0’র আগের ও পরের অঙ্ক দুটির পার্থক্য বড় জোর 1 ?
    (A) 2      (B) 3      (C) 4       (D) 5 

33 নং এবং 34 নং প্রশ্নের জন্য নিম্নলিখিত তথ্য কাজে লাগাতে হবে :
    একটি গোলাকার টেবিল ঘিরে পরস্পর সমদুরত্বে রাখা 6টি চেয়ারে বসেছে অরুণ, প্রসুন, সত্যেন, কাঞ্চন, নরেন এবং মিঠুন ।  অরুণ মিঠুনের পাশে এবং কাঞ্চনের ঠিক উল্টো দিকে বসেছে ।  সত্যেন বসেছে কাঞ্চনের ডান দিকে , আর প্রসুন বসেছে অরুণের বাঁ দিকে ।

33.  নরেনের উল্টো দিকে কে বসেছে?
    (A) মিঠুন     (B) সত্যেন     (C) কাঞ্চন     (D)  প্রসুন

34.  প্রসুন এবং কাঞ্চনের মধ্যে কে বসেছে ?
    (A) মিঠুন     (B) সত্যেন     (C) নরেন      (D)  অরুণ 
    
35.  কয়েকজন ছেলেকে উচ্চতার উর্ধ্বক্রমানুসারে সাজানো হয়েছে । ব্রতীনের উচ্চতা অরবিন্দের থেকে বেশী - সে আছে সারির একপ্রান্ত থেকে সপ্তম স্থানে । অরবিন্দ আছে সারির অন্য প্রান্ত থেকে দশম স্থানে ।অরবিন্দ ও ব্রতীনের মধ্যে আছে ঠিক 3 জন ছেলে । সারিতে মোট ছেলের সংখ্যা
   (A) 12     (B) 13      (C) 19      (D) 20

36.  একটি জমায়েতে উপস্থিত প্রত্যেকে অন্য সকলের সঙ্গেই করমর্দন করল । মোট কর মর্দনের সংখ্যা 120 হলে জমায়েতে কত জন উপস্থিত ছিল ? 
   (A) 60       (B) 30      (C)  16      (D)  15

37.  ভিয়েতনাম যুদ্ধে তথাকথিত ‘এজেন্ট অরেঞ্জ’ বা  2, 4, 5 ট্রাইক্লোরোফেনক্সি অ্যাসেটিক অ্যাসিড (2, 4, 5-T) বনাঞ্চলে ছড়িয়ে দেওয়া হত
    (A) শস্য নষ্ট করার জন্য      (B) বায়ু দুষিত করার জন্য     (C) বনাঞ্চলের পাতা ঝরিয়ে শত্রু শিবির খোঁজার জন্য       (D) দাবানল সৃষ্টি করার জন্য

38.  তিনটি সংখ্যার মধ্যে প্রথম দ্বিতীয়টির  2 গুণ দ্বিতীয়টি তৃতীয়টির 3 গুণ ।সংখ্যা তিনটির গড় 10 হলে বৃহত্তম সংখ্যাটি 
   (A) 30      (B) 20      (C) 18     (D) 15

39.  যদি Tiger = Image removed. , Buffalo = Image removed. , Crocodile = Image removed.  হয় তা হলে  Elephant =
    (A) Image removed.       (B)  Image removed.       (C)  Image removed.      (D) Image removed.

40. 127 এবং 128 সংখ্যক প্রশ্নের জন্য নীচের তথ্য ব্যবহার করতে হবে :
 একটি শ্রেণীর 175  জন ছাত্রছাত্রী একটি পরীক্ষায় বসেছিল । এর মধ্যে যারা পদার্থবিদ্যা , রসায়নবিদ্যা, ও গনিতে পাশ করেছিল তাদের নীচের চিত্রটিতে যথাক্রমে P,  C,  M  বৃত্ত দিয়ে নির্দেশ করা হচ্ছে । ছবিটির বিভিন্ন অংশে প্রদত্ত সংখ্যাগুলি হল ছাত্রসংখ্যা ।

41.  কতজন ছাত্রছাত্রী পদার্থবিদ্যায় পাশ করতে পারেনি ?   
      (A) 63     (B) 82     (C) 102     (D) 151

42.  কতজন ছাত্রছাত্রী এই তিনটি বিষয়ের মধ্যে অন্তত দুটিতে ফেল করেছে ?
    (A) 72      (B) 74      (C) 81     (D) 94

43.  কতজন ছাত্রছাত্রী এই তিনটি বিষয়ের একটিতেও পাশ করতে পারেনি ?
    (A) 19     (B) 39      (C) 51     (D) 81

44.  যদি Image removed.  হয়, তাহলে নিচের  কোনটি সত্য হবেই এমন বলা যায় না ?
   (A) Image removed.     (B) Image removed.    (C)  Image removed.    (D) Image removed.

45.  অহনা বিদিশার থেকে 10%  বেশী পায় , ফলে বিদিশা অহনার থেকে  X%  কম পায় । তাহলে  X -এর মান ।
    (A) Image removed.     (B) Image removed.     (C) 10    (D) Image removed.

46.  একটি সংকেত লিপিতে বর্ণমালার প্রতিটি লিপির বদলে অন্য আর একটি লিপি ব্যবহার করা হয় ।  NANDIGRAM কথাটির জন্য একটি সম্ভাব্য সংকেত লিপি হল 
     (A) ELEPHANTS     (B) ELEPHANLA      (C) POPSINGER     (D) POPSANGOR

47.  যদি COCK হয় 5153 , FOOD  হয় 4116 , DOLL হয় 6199, CROW হয় 5812 তাহলে RICE হবে 
   (A) 8753       (B) 8051      (C) 8756       (D) 8057

48. যদি  P = (20 - 1) (20 - 2 ) (20 - 3 ) ……….to 40 টি পদ পর্যন্ত হয় , তাহলে P-এর মান হবে
   (A) 20,000 বা তার বেশী     (B) 10,000 বা তার বেশী , কিন্তু  20,000 -এর কম     (C) -10,000 বা তার বেশী, কিন্তু   10,000 -এর কম     (D) -10,000 -এর কম

49.   13, 6, 31, 25, 20, 39, 15, 36 …….. এই তথ্যসমষ্টিতে যদি   Y (13) = 7, Y (20) = 5, Y (36) = 2 হয় , তাহলে  Y ((25)
   (A) 10      (B) 8      (C) 6      (D) 4

50.  এক ধরনের পোকার বংশ বৃদ্ধি অবিশ্বাস্য –-প্রত্যেক দিন একটি মুখ বন্ধ কাচের পাত্রে এই পোকার সংখ্যা আগের দিনের সংখ্যার ঠিক দ্বিগুন হয়ে যায় । পাত্রটিতে 1.2.2007 তারিখে মাত্র একটি পোকা ছিল , আর 28.2.2007 তারিখে পাত্রটি কানায় কানায় এই পোকায় ভরে যায় । তাহলে ফেব্রুয়ারির কত তারিখে পাত্রটির সিকি অংশ ভর্তি হয়েছিল ?
    (A) 7      (B) 14      (C) 26      (D) উপরের কোনটিই নায়

51. পূর্ণ সংখ্যা n-এর জন্য Image removed.  তাহলে Image removed. – এই সমষ্টিকে 5  দিয়ে ভাগ করলে অবশিষ্ট থাকবে
    (A) 0     (B) 1     (C) 2      (D) 3

52. স্বীকরণ :                      সকল ক্রিকেটারই গায়ক
                                           সকল ফুটবলারই গায়ক
সিদ্ধান্ত : I. কিছু গায়ক হচ্ছে ক্রিকেটার       II. কিছু ক্রিকেটার হচ্ছে ফুটবলার
উত্তর হবে
   (A) যদি শুধু I স্বীকরণ দুটি থেকে পাওয়া যায় 
   (B) যদি শুধু II স্বীকরণ দুটি থেকে পাওয়া যায়
   (C) যদি I ও II দুটিই পাওয়া যায় স্বীকরণ দুটি থেকে 
   (D) যদি I ও II এদের কোনটিই স্বীকরণ দুটি থেকে পাওয়া না যায় 

53.  5-এর 10% এবং 10-এর  5% যোগ করলে হবে
   (A) 0.25      (B) 0.10      (C) 1.0       (D) 2.5

54.  একটি আয়তকার জমির দৈর্ঘ্য বাড়ানো হল 25% প্রস্থ কমানো হল 25% এরফলে জমিটির ক্ষেত্রফল  
    (A) অপরিবর্তিত থাকবে      (B) 6.25%  বাড়বে      (C) 6.25% কমবে      (D) 12.5% কমবে

55. Image removed. -এর মান হল
   (A) 1     (B) Image removed.      (C)  Image removed.      (D)  Image removed.
***
56.  বাবা বাচ্চাকে খাওয়ানোর সময় হাসে ও উৎসাহব্যঞ্জক শব্দ উচ্চারণ করে । বাবার এই আবোল-তাবোল শব্দগুলিকে বলা হয়
    (A) প্রাথমিক শক্তি যোজনা       (B) দ্বিতীয় স্তরের যোজনা     (C) পুরাতন প্রথার রোপণ     (D) সহাবস্থান ভিত্তিক

57.  পৃথিবী পৃষ্ঠে একটি বস্তুর ওজন 10 kg. হলে পৃথিবীর কেন্দ্রে ওজন হবে
     (A) 0 kg.       (B) 5 kg.    (C) 10 kg.      (D) অসীম

58.  একটি নলের দুটি মুখ বায়ুনিরুদ্ধভাবে বন্ধ করা হল । আবদ্ধ বাতাসের চাপ
      (A) খুব কম     (B) বায়ুমণ্ডলের চাপের চেয়ে সামান্য কম    (C) বায়ুমণ্ডলের চাপের সমান     (D)  নলের দৈর্ঘ্যের উপর নির্ভরশীল

59.  প্রচলিত প্রথা অনুসারে চাকরি নিয়োগের পরীক্ষাগুলিতে থাকা উচিত উচ্চমানের  
     (A) ভবিষ্যতবাদী যাথার্থ্য       (B) আপেক্ষিক যাথার্থ্য    (C) বিষয়গত যাথার্থ্য     (D) উপাদান ভিত্তিক যাথার্থ্য

60. একটি শিশু যাকে উচ্চাভিলাস অভিমুখী বলে চিহ্নিত করা হয়েছে, সে এই ধরনের কাজ গ্রহণ করতে স্বীকৃত হবে ?
      (A) সহজসাধ্য     (B) গভীরভাবে গঠনমূলক     (C) অতীব কঠিন    (D)সাধারণভাবে কঠিন
***
61.  ছেলেদের একটি সারিতে A, B-এর বামদিকে বসে আছে এবং বামদিক থেকে পনেরো তম স্থানে আছে অথচ B-এর অবস্থান ডানদিক থেকে চতুর্থ । A এবং B-এর মধ্যে আছে তিনটি ছেলে । যদি C, A-এর ঠিক পরেই বামদিকে থাকে,  ডানদিকে থেকে C-র অবস্থান কত হবে ?
     (A) 9-ম      (B) 10-ম     (C) 11-তম    (D) 12-তম

62 নং থেকে 65 নং প্রশ্নের জন্য নির্দেশ:
প্রতিটি প্রশ্নের পরে I ও II চিহ্নিত দুটি বিবৃতি দেওয়া আছে, চিহ্নিত করুণঃ
(a)  কে, যদি উত্তর পেতে I-র প্রয়োজন হয়।
(b)  কে,যদি উত্তর পেতে II-র প্রয়োজন হয়।
(c)  কে,যদি উত্তর পেতে I ও II-র একত্রে প্রয়োজন হয়।
(d)  কে,যদি I ও II-র একত্রে যথেষ্ট নয়,  -অতিরিক্ত তথ্যের দরকার

62.   xy < 0 ?  
       I.  x > 2        II. y > -1

63.  n কি একটি পূর্ণসংখ্যার বর্গ ?
      I. n = 4m2, যেখানে m একটি পূর্ণসংখ্যা     II. n2 = p2 + q2,  যেখানে p এবং q হল পূর্নসংখ্যা

64.  ABC কোম্পানী কি 2004 সালে লাভ করেছিল ?  
      I. ABC কোম্পানী 2003 সালে লাভ করেছিল     IIABC কোম্পানী 2005 সালে লাভ করেছিল

65.  একটি সংখ্যা 9 কি দ্বারা বিভাজ্য ?
      I. সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য     II. সংখ্যাটি 27 দ্বারা বিভাজ্য।

66.  সিনেমা হলের পর্দা সাদা ও অমসৃণ প্রকৃতির হয়। কারণ সব বর্ণের আলোকরশ্মিকে পর্দা
     (A) সম্পূর্ণ শোষণ করে   (B) সম্পূর্ণ প্রতিফলিত করে      (C) প্রতিসারিত করে      (D) বিক্ষিপ্ত প্রতিফলিত করে

67.  জাতীয় নলেজ কমিশন 2005-এর সভাপতি হলেন
     (A) পি.এম.ভার্গব      (B) আন্দ্রে বেতাই      (C) দীপক নায়ার      (D) স্যাম পিত্রোদা

68.   2006 সন্তোষ ট্রফি ফুটবল প্রতি্যোগিতা জিতেছে
      (A) পশ্চিমবঙ্গ     (B) গোয়া      (C) মণিপুর     (D) পাঞ্জাব

69.  বাংলার এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন ?
     (A) উইলিয়াম জোন্স    (B) ড্রিঙ্কওয়াটার বেথুন    (C) ডেভিড হেয়ার    (D) লর্ড রিপন

70.   মারাঠা পেশোয়াদের মধ্যে কে “হিন্দু-পদ-পাদশাহী”-র আদর্শ অনুসরণ করেছিলেন ?
     (A) প্রথম বাজিরাও     (B) বালাজি বিশ্বনাথ    (C) নারায়ণ রাও     (D) মাধব রাও

71.  কত গুলি 7 আছে যার ঠিক আছে 9 এবং ঠিক পরে 6 আছে ?
      (A) 3     (B) 2   (C) 4   (D) উপরের কোনটিই নয়

72.  কোন্‌ সংখ্যাগুলির পরিসংখ্যা সমান ?  
      (A) 2, 5, 3      (B) 3 ,7 ,5   (C) 2, 4, 5     (D) 8, 6, 5

73.  কোন্‌ সংখ্যাটি সবচেয়ে বেশী বার এসেছে ?
    (A) 2      (B) 3    (C) 7    (D) উপরের কোনটিই নয়

74.  0.1 ÷ 0.01 সমান কত ?
     (A) 0.1    (B) 0.01   (C) 10     (D) 100

75.  যদি x ,  2 –এর থেকে ছোট হয়, তাহলে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোন্‌টি সর্বদাই সঠিক ?
     I. x ঋণাত্মক   II. X ধনাত্মক    III. 2x, x-এর সমান বা x অপেক্ষা বড়   IV. x2, x-এর সমান বা x অপেক্ষা বড়
    (A) কেবলমাত্র III     (B) কেবলমাত্র IV    (C) কেবলমাত্র I, III এবং IV   (D) উপরের কোনটিই নয়

76.  যদি কোন সংখ্যার শতকরা 40 ভাগের সাথে 24 যোগ করলে উক্ত সংখ্যাটিকেই পাওয়া যায়, তাহলে সংখ্যাটি হল   
       (A) 24     (B) 40     (C) 16    (D) 64

77.  একটি শহরের কোন এক জায়গায় 350 পরিবার দূরদর্শন দেখে, 300 পরিবার STAR T.V.এবং 200 টি দুটোই দেখে এবং 250 পরিবারের ক্ষেত্রে T.V.সেট নেই।   জায়গাটির জনসমষ্টি কত ?
      (A) 850     (B) 900     (C) 700    (D) 1100

78.  যদি TRAIN-কে OJBSU সঙ্কেত দ্বারা প্রকাশ করা হয় তাহলে BUS-এর সঙ্কেত কি হবে ?
       (A) CVT    (B) TVC    (C) CTV    (D) TCV

79.  অজানা সংখ্যাটিকে নির্ণয় করুন   4, 8, 9, 27, 16, 64, 25, ? 
     (A) 81     (B) 125    (C) 100    (D) 36

80.  A-এর বাবা B-এর শ্বশুরমশায় । B-এর বাবা C-এর শ্বশুরমশায় । যদি A ও B পুরুষ এবং C একজন স্ত্রীলোক হয় তাহলে A ও C এবং B ও C –এর মধ্যে সম্পর্কটা কিরুপ ?
     (A) C, A-এর স্ত্রী এবং B –এর বোন
     (B) B-এর স্ত্রী C যার ভাই হল A 
     (C) A ও B ভাই এবং C, B –এর স্ত্রী
     (D) উপরের কোন্‌টিই নয়

81. পাঁচটি বই একটি গ্রুপে আছে । অঙ্কের বইয়ের ওপরে ইংরাজী বই আছে । আবার বাণিজ্যের বই জীববিদ্যার বইয়ের নীচে আছে । অঙ্কের বই জীববিদ্যার বইয়ের ওপরে এবং অঙ্কনের বই বাণিজ্যের বইয়ের নীচে আছে । মধ্যবর্তী জায়গায় কোন্‌ বই আছে ?
     (A) জীববিদ্যা     (B) অঙ্ক      (C) ইংরাজী     (D) অঙ্কন

82.  কোন এক সংকেতে ‘253’ বলতে বোঝায় ‘books are old’, ‘546’ বলতে বোঝায় ‘man is old’, ‘378’ বলতে বোঝায় ‘buy good books’ ।  ‘are’-এর সংকেত কি ?
      (A) 2     (B) 5    (C) 7    (D) 6

83.  একটি মালবাহী ট্রাক এবং একটী খালি ট্রাক কমবেগে চলছে। ট্রাক দুটির গটন হুবহু কে হলে,মালবাহী ট্রাকটিকে তামাতে বেশী বল প্রয়োগ করে ।এথেকে কোন্‌ সূত্রটি প্রমাণিত হয় ?
     (A) নিউটনের প্রথম গতিসূত্র     (B) নিউটনের দ্বিতীয় গতিসূত্র     (C) নিউটনের তৃতীয় গতিসূত্র     (D) মহাকর্ষীয় সূত্র

84.  কোনো বস্তুকে ভু-পৃষ্ঠ থেকে যত উপরের দিকে ওঠানো হবে, তার ওজন
    (A) বাড়বে      (B) একই থাকবে     (C) কমবে      (D) হ্রাস-বৃদ্ধি হবে

85. যদি x এবং y ঋণাত্মক সংখ্যা হয় তাহলে নীচের বিবৃতিগুলোর মধ্যে কোন্‌টি সর্বদা ঠিক ?
      I. (x-y) ঋণাত্মক    II. (-x) ধনাত্মক     III. (-x) (-y) ধনাত্মক
    (A) কেবলমাত্র   I    (B) কেবলমাত্র II     (C) I এবং III      (D) II এবং III

86.  যদি 6×6 = 33, 7×2 = 36, 4×8 = 24 হয়, তাহলে 8×4 = ?
      (A) 24      (B) 48     (C) 84     (D) 42

87.  Image removed. -র সাথে Image removed. -এর অনুপাত কত ?
     (A) Image removed.    (B) Image removed.     (C) Image removed.    (D) Image removed.

88.  এবং 198 নং প্রশ্নের জন্য নির্দেশ প্রদত্ত প্রশ্নগুলোর উত্তরের জন্য নীচের তথ্যগুলো পড়ুনঃ
     I.   P ÷ Q বলতে বোঝায় ‘P , Q –এর ভাই’
    II. P × Q বলতে বোঝায় ‘P,  Q –এর বাবা’ 
   III. P ÷ Q বলতে বোঝায় ‘P, Q –এর মা’

89.   নীচের মধ্যে কোন্‌টি বোঝায় ‘R, M-এর ছেলে’ ?
      (A) M ÷ R × S      (B) M × R ÷ S     (C) M × R × S     (D) উপরের কোনটিই নয়

90.   197 নং প্রশ্নটির উত্তর দিতে কোন্‌ তথ্যটিকে ত্যাগ করা যেতে পারে ?
     (A) কেবলমাত্র I    (B) কেবলমাত্র II     (C) I অথবা II      (D) উপরের কোনটিই নয়
***
নিম্নলিখিত প্রতিটি গুচ্ছে বিসদৃশ শব্দটি নির্ণয় করুনঃ
91.   (a) কলা        (b) আপেল        (c) মূলো        (d) পেয়ারা

নিম্নলিখিত প্রতিটি গুচ্ছে বিসদৃশ শব্দটি নির্ণয় করুনঃ
92.   (a) বাধা দান        (b) নিয়ন্ত্রণ        (c) মুক্ত করা        (d) নিষেধ করা

নিম্নলিখিত প্রশ্ন দুটির মধ্যে যে জোড়ার শব্দ দুটির সম্পর্ক অন্য জোড়ার তুলনায় বিসসৃশ তা নির্ণয় করুন
93.   (a) উৎপাদন : সমৃদ্ধি       (b) জীবাণু : রোগ     (c) খরা : দুর্ভিক্ষ     (d) ভূমিকম্প : বিধ্বংসতা

নিম্নলিখিত প্রশ্ন দুটির মধ্যে যে জোড়ার শব্দ দুটির সম্পর্ক অন্য জোড়ার তুলনায় বিসসৃশ তা নির্ণয় করুন
94.   (a) পরিচালনা : ব্যবসা     (b) নৌ-চালনা : জলযান     (c) সম্পাদনা : সংবাদপত্র     (d) উৎপাদন : পণ্য

95.   নীচের তিনটি শব্দ সম্পর্কে প্রদত্ত বিকল্প বর্ণনাগুলির মধ্যে কোন্‌টি সর্বাপেক্ষা যথাযথ ?  
             শান্তিনিকেতন  :   যাদবপুর   :  কল্যানী

    (a) এগুলি পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয় শহর
    (b) এগুলিতে লোকে বেড়াতে যায়
    (c) এ শহরগুলিতে কলকাতা থেকে সহজে পৌঁছান যায়
    (d) এ শহরগুলিতে বড় হোটেল নেই

96.  যেমন সিংহ আর হরিণ তেমনি হল সাপ আর
     (a) ইদুঁর      (b) কুমির     (c) খরগোস     (d) বাঘ

97. 412×212  মিটার মাপের একখন্ড বস্ত্র থেকে যদি 1×1 মিটার মাপের টুকরো কেটে নেওয়া যায় তবে এমন মাপের কতগুলি টুকরো পাওয়া যাবে ?
     (a) 7      (b)  8       (c) 9      (d) 10

98. তিন ব্যক্তির বয়সের যোগফল 73 বছর; 10 বছর পর তাদের বয়সের যোগফল কত হবে ?
    (a) 103 বছর      (b) 83 বছর      (c) 98 বছর      (d) 88 বছর

99. একটি নির্বাচনে মোট 5 লক্ষ ভোটের মধ্যে 8000 বাতিল হল । বাকি বৈধ ভোটের 60% একটি দলের পক্ষে গেল  । তাহলে ঐ দলের প্রাপ্ত ভোট সংখ্যা কত ?
    (a) 4920 লক্ষ       (b) 4650 লক্ষ     (c) 3680 লক্ষ      (d) 2952 লক্ষ

100. একটি এলাকায় 25% পরিবারের ফোন আছে এবং 40% পরিবারের  টি .ভি . সেট আছে; 15% পরিবারের ফোন ও টি.ভি. সেট দুই আছে । যদি জানা থাকে যে ফোন ও টি.ভি. সেটের কোনটাই নেই এমন পরিবারের সংখ্যা 1200 তবে ঐ এলাকার মোট পরিবারের সংখ্যা কত ?
    (a) 1,500      (b) 1,800     (c) 2,400     (d) 3,000

101. একটি স্কুলে শুধু ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্র ভর্তি করা হয় । যদি ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শ্রেণীতে দৈনিক ছয়টি পিরিয়ড করে ক্লাস নেওয়া হয়, আর নবম ও দশম শ্রেণীতে নেওয়া হয় দৈনিক সাতটি করে এবং কোন শিক্ষককেই দৈনিক পাঁচটির বেশী পিরিয়ড দেওয়া সম্ভব না হয় তবে ঐ স্কুলের জন্য নুন্যতম কতজন শিক্ষক প্রয়োজন ?  
   (a) 5 জন      (b) 6 জন     (c) 7 জন     (d) 8 জন

102. a, a, b, b, অক্ষরগুলিকে একটি সারিতে সাজাতে গেলে মোট কটি ভিন্ন ধরনের বিন্যাস পাওয়া যায় ?  
   (a) 24      (b) 12      (c) 6     (d) 3

103. আমার কাছে দুটি 5 পয়সার, তিনটি 10 পয়সার ও পাঁচটি 25 পয়সার ডাক টিকিট আছে ; 1 টাকা 45 পয়সা মাশুল দিতে গেলে নুন্যতম কটি ডাকটিকিট লাগবে ?
    (a) ছয়      (b) সাত     (c) আট     (d) নয়

104.  আমার জন্মের সময় পিতার বয়স ছিল 33 বছর । আমি 28 বছর বয়সে বিয়ে করি । তারপর 28 বছর পেরিয়ে গেছে । এখন আমার পিতার বয়স কত ? 
   (a) 48 বছর     (b) 61 বছর    (c) 69 বছর     (d) 76 বছর

105. একজন কলেজ শিক্ষকের শনিবার বাদে সপ্তাহে কোন এক দিনে কোন ক্লাস থাকে না । শনিবার তাঁকে অন্তত চার ঘন্টা কলেজে থাকতে হয় এবং অন্য চার দিনের প্রতিদিনে অন্তত সাত ঘন্টা কলেজে থাকতে হয় । কিন্তু ঐ চার দিনের মধ্যে দুদিন তিনি অধ্যক্ষের অনুমতি নিয়ে কলেজের বাইরে তিন ঘন্টা কাটাতে পারেন । তাহলে সাধারণ সপ্তাহে অন্তত কত ঘন্টা তাঁকে কলেজে কাটাতে হয় ?
   (a) 22 ঘন্টা      (b) 26 ঘন্টা     (c) 28 ঘন্টা      (d) 32 ঘন্টা

106. এক টুকরো খড়ি ও ব্ল্যাক বোর্ড যেভাবে সম্পর্কিত তেমন ভাবে সম্পর্কিত একটা কলম ও
  (a) বই    (b) গ্রন্থাগার    (c) শ্রেণীকক্ষ    (d) এক টুকরো কাগজ 

107. কোন এক সমাজে রাস্তা, বাজার, সিনেমা হল, স্কুল ও গ্রন্থাগার বোঝাতে যথাক্রমে নদী, সমুদ্র, স্টেডিয়াম, উদ্যান ও বন শব্দগুলি ব্যবহার করা হয় । এমন সমাজে ফিল্ম দেখতে হলে আমি কোথায় যাব ? 
   (a) বন    (b) উদ্যান    (c) স্টেডিয়াম     (d) নদী

108. কাজ ও কর্মী যেমনভাবে সম্পর্কিত তেমনভাবে সম্পর্কিত বিদ্যা ও
      (a) ছাত্র      (b) চিকিৎসক      (c) প্রযুক্তিবিদ      (d) সৈনিক

109. নীচের শব্দগুলির মধ্যে কোনটি বিসদৃশ ?
     (a) দক্ষিণ আফ্রিকা     (b) ইরাণ     (c) কলকাতা    (d) ভিয়েতনাম

110.  ঘড়ি  :  সাধারণ সংকেত শব্দ দুটির সম্পর্কের মধ্যে অনুরূপ সম্পর্ক যুক্ত জোড়াটি নির্ণয় করুন 
      (a) কারখানা : সাইরেন     (b) মোটার গাড়ি : এঞ্জিন     (c) গৃহ : কক্ষ    (d)  গ্রন্থাগার  : পুস্তক

111.  'পাখি' ও 'বাসা' শব্দ দুটি যেমন ভাবে সম্পর্কিত তেমন ভাবে সম্পর্কিত মানুষ ও 
      (a) পথ     (b) পুকুর     (c) বাজার     (d) বাড়ি

112.  একটি সাঙ্কেতিক ভাষায় DEMOGRAPHY শব্দটি বোঝাতে লেখা হয় ABJLDOXMEV ;  ECONOMICS বোঝাতে কী লেখা হবে ?
      (a) BANONLGAU      (b) BZLKLJFZP     (c) DOMNRJIPE      (d) FOKMGHERP

113.  একটি সাঙ্কেতিক ভাষায় NOBILITY শব্দটি বোঝাতে লেখা হয় 67135389  এবং AFFABLE বোঝাতে লেখা হয় 4224150,  এ ভাষায় FALLIBLE কিভাবে লেখা হবে ?
    (a) 25445320      (b) 23779028       (c) 53882380   (d) 24553150

114. নীচের  শব্দগুলির মধ্যে কোন দুটি পরস্পর সদৃশ ?
      শিক্ষক, পুস্তক, কলম, পেন্সিল
      (a)  কলম, পেন্সিল     (b) কলম, পুস্তক     (c) শিক্ষক , পুস্তক     (d) শিক্ষক, পেন্সিল

115. যখন আপাতন কোণ দুটি মাধ্যমের সংকট কোণের সমান হয় তখন প্রতিসরণ কোণের মান 
     (a) Oo     (b) 90o       (c) 45o  (d) আপাতন কোণের সমান

116. সরীসৃপ ও পাখির মধ্যে যোগসূত্র হল
     (a) আর্কিঅপটেরিক্স     (b) প্লেটিপাস     (c) জাভা এপম্যান    (d) তিমি

117. হ্রদের জলের উপরিতল যখন বরফে পরিনত হতে শুরু করে তখন নীচের জলের তাপমাত্রা হয় 
    (a) Oo সেলসিয়াস     (b) 4oC সেলসিয়াসের কম     (c)  4oC সেলসিয়াস     (d) 4oC সেলসিয়াসের বেশী

118. একটি তেজস্ক্রিয় মৌলের শতকরা 75 ভাগ বিঘটনে 6 ঘন্টা সময় লাগলে মৌলটির অর্ধ-আয়ুষ্কাল হবে 
      (a) 2 ঘন্টা      (b) 4 ঘন্টা    (c) 1/6  ঘন্টা     (d) 3 ঘন্টা

****Please like and share it in your wall and read regularly.

No comments:

Post a Comment